আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিন করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি
টিকা নেওয়ার পর টুইটারে মোদি বলেন, ‘এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।’
সোমবার (মার্চ-১) সকাল ৬ টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool