Advertisement
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন।
আজ (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি এই টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ড. গাজী সালেহ উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘এই টিকার অপেক্ষায় ছিলাম। টিকা দিতে পেরে স্বস্তিবোধ করছি। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে করোনার টিকাদান কর্মসূচী শুরু করা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’
দলমত নির্বিশেষে নির্ভয়ে সবাইকে টিকার জন্য নিবন্ধন করার আহ্বান জানিয়ে প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, ‘এই টিকা না দিলে নিজেরই ক্ষতি। তাই আনন্দের সাথে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।