Views: 115

খেলাধুলা

করোনার তাণ্ডবে আইপিএল স্থগিত, দ্রুতই দেশে ফেরানো হবে সাকিব-মুস্তাফিজকে

স্পোর্টস ডেস্ক: অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। করোনা মহামারিতে শেষ পর্যন্ত আইপিএলও সংক্রমিত হয়েছে। কয়েকটি দলের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হবার পর এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) উদ্যত হয়েছে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে।

কলকাতার হয়ে সাকিব আর রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। চলতি মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় ১৯ তারিখে দুজনের দেশে ফেরার কথা থাকলেও বিসিবি এখন আগেভাগেই তাদের ফেরানোর উদ্যোগ নিতে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আইপিএল স্থগিত খবরটা কেবল শুনলাম। এখনও সাকিব-মুস্তাফিজের সঙ্গে যদিও যোগাযোগ হয়নি এখনও। তবে স্থগিত যেহেতু হয়েছে তাই সেখানে থাকার কারণ নেই। আমরা চেষ্টা করব বিশেষ ব্যবস্থায় ওদের দেশে ফেরানোর।

গতকাল সোমবার নিজাম উদ্দিন চৌধুরী জানান, দুজনকে ফেরাতে ফেরানোর পর দুজনের কোয়ারেন্টিন সংশ্লিষ্ট বিষয়গুলো কেমন হবে তা জানতে স্বাস্থ্যমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি।

Share:আরও পড়ুন

২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির

Saiful Islam

রিয়াল ছাড়ছেন জিদান

Saiful Islam

মায়ের চাওয়া আগামী মৌসুমেই জুভেন্টাস ছাড়বেন রোনালদো

Saiful Islam

ঢাকায় থেকে একবারের জন্যও বোনের বিয়েতে যেতে পারেননি মোস্তাফিজ, মা-বাবার মন খারাপ

rony

আবারও তিনে ব্যাটিং করবেন সাকিব

Shamim Reza

প্রিয়জনদের সুরক্ষায় ঘরে ঈদ উদযাপনের ডাক ক্রিকেটারদের

mdhmajor