আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে প্রাথমিকভাবে ২০ জন কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হলেও বর্তমানে এই সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
গতকাল রোববার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।
আফগানিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ২০ জনেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়া রুখতে ঘটনাটি গোপন রাখা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে আফগান সরকার এখনো কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট আশরাফ গনি নিজে আক্রান্ত হয়েছেন কিনা সে ব্যাপারেও জানা যায়নি।
সর্বশেষ গত বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে প্রকাশ করা এক টুইটে প্রেসিডেন্ট গনিকে ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায়।
করোনাভাইরাসে বিপর্যস্ত ইরান থেকে গত মার্চে দেড় লাখেরও বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে এসেছে। এছাড়া পাকিস্তান থেকেও হাজার হাজার আফগান ফিরেছে। তাদের মাধ্যমে দেশটিতে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, আফগানিস্তানে এখন পর্যন্ত ৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


