Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা ইউরোপে। সংক্রমণ বাড়ায় স্পেনে জরুরি অবস্থা ও কারফিউও জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্সের।
গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে।
তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নতুন করে জারি করা এ জরুরি অবস্থা আগামী বছরের মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন সানচেজ।
টেলিভিশনে দেয়া ভাষণে ‘পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে’ বলেও মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।