স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার নরমান হান্টার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইংলিশ এই এই ডিফেন্ডার।
৭৬ বছর বয়সী হান্টার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড।
এক বিবৃতিতে লিডস কর্তৃপক্ষ জানায়, যুদ্ধে হাল ছেড়ো না হান্টার, আমরা সবাই তোমার সাথে আছি।
প্রসঙ্গত, নরমান হান্টার ১৫ বছর কাটিয়েছেন লিডস ক্লাবে। যেখানে ম্যাচ খেলেছেন ৭২৬টি, জিতেছেন দু’টি লিগ শিরোপা। ১৯৭৫ সালে লিডসের হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ওই ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল।
১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। গোল করেছেন ২টি। এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। আর ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.