Advertisement
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অপু উকিল আজ বিকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, ‘অসীম কুমার উকিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।আপনাদের সকলের আশীর্বাদ দোয়া কাম্য।’
অসীম কুমার উকিল বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। নেত্রকোণা-৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।