Advertisement
স্পোর্টস ডেস্ক : দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়ছে প্রতিনিয়তই। এবার মেয়েদের ফুটবল অঙ্গনেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় নারী দলের পাঁচ ফুটবলার। তারা হলেন- কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী।
তাদের শরীরে করোনার হালকা উপসর্গ আছে বলে জানা গেছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বর্তমানে ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে আইসোলেশনে আছেন তারা।
এই চার ফুটবলারই বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এবারের লিগে। করোনার কারণে মেয়েদের লিগ স্থগিত হয়েছে ৫ এপ্রিল।
এদিকে, লকডাউনের কারণে বসুন্ধরা কিংস তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে। তাই মেয়েদের সবাইকে বাফুফে ভবনে নিয়ে আসা হয়। সেখানেই তাদের করোনা পরীক্ষা করানো হয়। এরপরই কৃষ্ণাদের করোনা পজিটিভ আসে তাদের।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.