Coronavirus (করোনাভাইরাস) বিনোদন

করোনায় আক্রান্ত বলিউডের আরেক নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক দুঃসংবাদ। বড় বড় অভিনেতারা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। অমিতাভ-অভিষেকের পর এবার জানা গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের এ অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের কথা।

ভারতীয়-আমেরিকান এ অভিনেত্রী করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টিনে রয়েছেন। টুইটে সে কথাও উল্লেখ করেছেন র্যারচেল।


টুইট করে দোয়া চেয়েছেন র‌্যাচেল। শনিবার রাত ১২টার দিকে টুইট করে অভিনেত্রী লিখেছেন– ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এ জন্য সবাই প্রার্থনা করবেন।’

এর আগে জানা গেছে, টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তার পরিবারের আরোগ্য কামনা করেছিলেন। পরে জানলেন নিজেও করোনায় আক্রান্ত হওয়ার কথা।

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র্যাআচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টালিউডেও দক্ষতার ছাপ রেখেছেন এ সুদর্শনী। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে।

যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম র‌্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বহু বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : http://bit.ly/2FQWuTP


আরও পড়ুন

অভ্যন্তরীণ অনুমোদন পাচ্ছে রাশিয়ার করোনা টিকা

globalgeek

মাস্ক ব্যবহার কোভিড-১৯ সংক্রমণ কমাতে পারে : সমীক্ষা

azad

সেলুনের চাকরি থেকে টিকটক তারকা, দুমাসে অপুর আয় ৫০ হাজার

rony

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

Shamim Reza

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৯১৮ জনের দেহে করোনা শনাক্ত

Shamim Reza

একটি ফোন আসে, সুশান্তকে জানান; এরপরেই আত্মহত্যা দিশার

Shamim Reza