জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের (৫৭) মৃত্যু হয়েছে। রবিবার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওয়াহিদুজ্জামান ১৪ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ২০দিন লাইফসাপোর্টে থাকার পর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ হিসেবে প্রায় চার বছর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। অধ্যক্ষের মৃত্যুতে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ আসহাবুল হক ও এই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক (ইংরেজি) শামীম হাসান শোক প্রকাশ করেছেন।
অধ্যাপক শামীম হাসান জানান, প্রয়াত ওয়াহিদুজ্জামানের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool