Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশে ১ হাজার ৮৬৮ চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ জন। এ ভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন নার্স এবং ২ হাজার ৬০ স্বাস্থ্যকর্মী। এদের সকলেই করোনা সংক্রমিতদের চিকিত্তসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মৃত চিকিৎসকদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।