Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার নরমান হান্টার (৭৬)। হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মারা গেলেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সাবেক এ ডিফেন্ডার।
করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়া হান্টার লিডস ইউনাইটেডের একজন লিজেন্ডে পরিণত হয়েছিলেন। এই ইংলিশ ক্লাবের হয়ে ষাট ও সত্তরের দশকে ৭২৬ ম্যাচ খেলেছিলেন তিনি। কড়া ট্যাকলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন হান্টার। লিডস ইউনাইটেড ক্লাবের ওয়েবসাইটে জানায়, আমাদের লিজেন্ড করোনাভাইরাসের সঙ্গে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শেষতক হার মেনেছেন।
২০ বছরের ক্যারিয়ারে এই ডিফেন্ডার লিডসের হয়ে খেলেছেন ১৫ বছর। ইংল্যান্ড একবারই বিশ্বকাপ জিতেছে ১৯৬৬ সালে। হান্টার সেই দলের সদস্য ছিলেন। ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন হান্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।