Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কোহেল করিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার বিকাল সোয়া ৩টায় পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. কোহেল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। শুক্রবার বিকালে পপুলার হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যান তিনি।’
ডা. রাহাত আনোয়ার জানান, ডা. কোহেল করিমকে নিয়ে করোনায় আজ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন চিকিৎসক। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



