Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইতালির সাবেক অ্যাথলেট দোনাতো সাবিয়া। কিছুদিন আগে তার বাবাও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দক্ষিণ ইতালিয়ান অঞ্চলের বাসিলিকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সাবিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে ইতালিয়ান অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে সাবিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইতালিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সোনা জিতেন সাবিয়া। একই বছর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে একই ইভেন্টে পঞ্চম ও চার বছর পর সিউল অলিম্পিকে সপ্তম হন তিনি। এছাড়া অলিম্পিকে ৮০০ মিটার ইভেন্টের দুইবারের ফাইনালিস্ট ছিলেন সাবিয়া।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.