করোনাভাইরাসের থাবায় দেশে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক দিনে সর্বোচ্চ ১০ জন মারা গেছেন। যার মধ্যে পাঁচ জনের বসয় ৬০-এর বেশি।
কোভিড-১৯ নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন যোগ দিয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজনের বয়স ৭০ থেকে ৮০ বছর, পাঁচজন ৬১ থেকে ৭০ বছর, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।
মারা যাওয়াদের মধ্যে ৬ জন ঢাকার আর ৪ জন ঢাকার বাইরে। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪১ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১ হাজার ২৩১ জন আক্রান্ত ছিলেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১৩৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



