আন্তর্জাতিক ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা তিনটি কিস্তিতে মিটিয়ে দেবে ভারতের ত্রিপুরা সরকার। প্রথম দুই কিস্তি তিন লক্ষ টাকা করে এবং শেষ কিস্তিতে বাকি চার লক্ষ।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এখনও পর্যন্ত ত্রিপুরায় ৮৩ জনের মৃত্যু হয়েছে কোভিডে। রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের তালিকা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের টাকা দেয়ার ব্যবস্থা করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এর আগে গত ৭ মে মাসে ওই ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী, সাধারণ নাগরিকদের পাশাপাশি চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিকস, পুলিশ, সাংবাদিক, সাফাইকর্মী, আইসিপি স্টাফ, আশা কর্মী, প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারীর পরিবারও এই টাকা পাবে।
এ বিষয়ে ত্রিপুরা কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেন, ক্ষতিগ্রস্তদের হাতে টাকা পৌঁছানোর পরই মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করা যাবে। কারণ এ ধরনের প্রতিশ্রুতি সরকার আগেও বেশ কয়েকবার দিয়েছিল। কিন্তু কখনোই বাস্তবায়িত হয়নি। তাছাড়া এবারও ঘোষণার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষতিপূরণ দেয়া হয়নি।
প্রসঙ্গত, মহামারি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।