আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে সময়ে সাথে পাল্লা দিয়ে বিশ্বে বাড়ছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় আরও ৫ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। নতুন করে বিশ্বে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৯২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮১ হাজারের বেশি। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ।
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাণহানি যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১ হাজার ৯৩৯ জন মানুষ মারা গেছে এই ভাইরাসে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়ালো। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৮ হাজারের বেশি। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯২ হাজারের ৭৫৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। নতুন ৬৩১ জনসহ প্রায় ১৯ হাজার মানুষ মারা গেছে রাজ্যটিতে।
এদিকে, ইউরোপের দেশগুলো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে তুলনায় কিছুটা কমেছে। ফ্রান্সে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৫৫ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে প্রায় সাড়ে ৩৭ হাজার মানুষ।
অপরদিকে, ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ১ লাখ ৮১ হাজারেরও বেশি। এদিকে, যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় আরও ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ১৬ হাজারেরও বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ছাড়ালো।
অপরদিকে, স্পেনে ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৩৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ২০ হাজার ছাড়ালো। দেশটিতে আক্রান্ত ২ লাখেরও বেশি মানুষ। এছাড়া, গত ২৪ ঘন্টায় ইরানে ৯১, বেলজিয়ামে ১৪৫, জার্মানিতে ২২০ জন, ব্রাজিলে ১২৫, নেদারল্যান্ডে ৬৭ এবং ভারতে ৩৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।