Views: 309

Coronavirus (করোনাভাইরাস) আন্তর্জাতিক

করোনায় মৃত্যু তালিকায় এক ধাপ পিছালো বাংলাদেশ

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে বিশ্বে করোনায় মোট মৃত্যুর শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ২৮ নম্বরে ছিল বাংলাদেশের অবস্থান। বর্তমানে এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে এসেছে।

এদিকে টানা ১০ দিন দেশে করোনায় মৃত্যুহার একই জায়গায় অবস্থান করছে। গত ৩ আগস্ট মৃত্যুহার ছিল ১.৩৩ শতাংশ। এর দুই দিন আগে ছিল ১.৩১ শতাংশ আর গতকাল শুক্রবার ছিল ১.৩২ শতাংশ।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আগের তুলনায় কমে ১২ নম্বরে এসেছে। সেই সঙ্গে মোট শনাক্ত তালিকার শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এই পরিসংখ্যান দিয়েছে।


সরকারি তথ্যানুসারে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু ঘটেছে। নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৭৬৬ জন। একই সময়ে সুস্থ হয়েছে এক হাজার ৭৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন, মারা গেছে তিন হাজার ৫৯১ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত মোট রোগীর মধ্যে মৃত্যু ও সুস্থ হওয়াদের সংখ্যা বাদ দিলে পজিটিভ অবস্থায় আছে এক লাখ ১১ হাজার ৬৬৭ জন। এর মধ্যে চার হাজার ৫৭৬ জন হাসপাতালে ভর্তি আছে আর এক লাখ সাত হাজার ৯১ জন রোগী রয়েছে বাসায়। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ৭ শতাংশের অবস্থা জটিল। বাকি ৯৩ শতাংশ আছে সাধারণ কভিড ইউনিটে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরো জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি নমুনা।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে নারী ছয়জন, পুরুষ ২৮ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছে ৩৩ জন, বাড়িতে একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে, রাজশাহী ও সিলেট বিভাগে চারজন করে, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

টুইটারে ঝড় তুলেছে বাইডেনের ‘ইনশাল্লাহ’

Saiful Islam

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে ফের ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার

Shamim Reza

লকডাউনেও প্রতিঘণ্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি

Shamim Reza

জাতিসংঘে মিয়ানমারের বিকৃত তথ্য প্রচারে বাংলাদেশের ‘ক্ষোভ’

azad

করোনায় কৃষিবিদ গোলাম মওলার মৃত্যু

mdhmajor

প্রবাসীদের বিষয়ে ৬ দেশের রাষ্ট্রদূতকে ব্রিফ করলো বাংলাদেশ

azad