আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বিরল প্রজাতির দুটি সাদা বাঘের বাচ্চা। পাকিস্তানের লাহোর চিড়িয়াখানায় ১১ সপ্তাহ বয়সী বাচ্চা দুটির মৃত্যু হয়। খবর রয়টার্সের।
প্রথমে মনে করা হয়েছিল অন্যকোনো ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে বাচ্চা দুটির। পরে মৃতদেহের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার সংক্রমণ গভীরে ছড়িয়ে পড়েছিল। এর ফলে নানারকম শারীরিক জটিলতা দেখা দেয় এবং তাদের মৃত্যু হয়।
খবরে বলা হয়, খাঁচার মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বাচ্চা দুটি। এরপর প্যানলেউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে মনে করে চিকিৎসা শুরু করেন চিকিৎসক। পরে তাদের মৃত্যু হলে ময়নাতদন্তে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাদের ফুসফুস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল।
ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামে একধরনের ভাইরাসের সংক্রমণ আগেও হয়েছে লাহোরের চিড়িয়াখানায়। মূলত বাঘ বা বিড়াল জাতীয় প্রাণীদের শরীরে সংক্রমণ ছড়ায় এই ভাইরাস। তাই শুরুতে মনে করা হয়েছিল সাদা বাঘের ছানা দুটিও এই সংক্রমণে আক্রান্ত।
চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর কিরণ সলীম জানিয়েছেন, বাঘ দু’টির মৃত্যুর পর সেখানকার সকল কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয়েছিল। ছ’জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে বাঘ দু’টির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন তিনিও আক্রান্ত। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি থেকেই বাঘ দু’টি করোনায় আক্রান্ত হয়।
ঘটনার পর থেকেই পাকিস্তানের চিড়িয়াখানায় পশুদের অবস্থা ও রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে সোচ্চার হন পশুপ্রেমীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।