জুমবাংলা ডেস্ক : জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, জামালপুর পৌরসভা ও জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজা খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রেজা খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক আলহাজ মো. নুরুল হুদা স্বপন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এক বিবৃতিতে তারা রেজা খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন- জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।