জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রাপ্ত তথ্যমতে গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় ফের সিলেট বিভাগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়।
এর আগে চলতি মাসের ৭ জুলাই একই সংখ্যক মৃত্যু হয় সিলেটে।স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৪৩৩ জন। এছাড়া একই সময়ে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৪১ জন,চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন করোনা আক্রান্ত রোগী। মৃত ৯ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট ৫৪৩ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সিলেট জেলায় ৪৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে,বিভাগের মধ্য গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলার ২৬৯, সুনামগঞ্জ ৩২,হবিগঞ্জ ৯৮ ও মৌলভীবাজার জেলার ৩৪ জন রয়েছেন। বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮২ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৪৩৩ জনের ফলাফল পজিটিভ আসে,এতে বিভাগে সংক্রমনের শতকরা হার হচ্ছে ৪০.০২ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৮৯১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৭২২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৩১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৮৪ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৮৫০ জন রয়েছেন। অপরদিকে করোনাক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৫ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠা ২৪১ জনকে নিয়ে বিভাগে করোনা থেকে ইতোমধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৬১৮ জন। একই সময়ে ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনরত আছেন ১ হাজার ৯৮০ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।