জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। আজ রবিবার রাত ৮টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা শোকাহত, আমাদের একজন শিক্ষক আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
তিনি বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে ভেন্টিলেশনসহ সকল ধরনের চিকিৎসা সুবিধা নিচ্ছিলেন তিনি। তিন দিন পূর্বে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের কোয়ার্টার অধ্যাপক আবুল খায়ের ভবনে থাকতেন বলে জানা যায়। তিনি যে ভবনে থাকতেন, ওই ভবনটি আক্রান্ত হওয়ার পর থেকেই লকডাউন করা হয়েছিল। তবে তার বাসার সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।