বিনোদন ডেস্ক : জনপ্রিয় কন্ঠ শিল্পী নাহিদা সূলতানা লিপি” লিপি সরকার করোনা আক্রন্তা হয়ে আজ দুপুরে ইন্তেকাল করেছেন।
লিপি সরকার দীর্ঘদিন ধরে পেটে টিউমার ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় আজ দুপরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিন ৩৭ বছর। তার একটি ৭ বছরের কণ্যা রয়েছে।
লিপি সরকার নরসিংদী জেলার বেলাবোতে জন্মগ্রহণ করেন। তার পিতা ওস্তাদ আলাউদ্দিন এর হাত ধরে ১৯৯৩ সালে সঙ্গীত অঙ্গনে পা রাখেন। লিপি সরকার বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন দেশে গান করেছেন।
তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বেলাবো উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সমসের জামান ভূইয়া রিটন, বেলাবো বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ দিদার হোসেন পিন্টু, আমলাবো ইউ পি চেয়ারম্যান পরশ মোল্লা, সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাপ মিয়া, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন নিলু মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।