Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাযুদ্ধে দেশের ৫১ শতাংশের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তাদের বেশিরভাগই আবারও কাজে যোগ দিয়েছেন।
পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর ‘উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রততার সঙ্গে বাড়ছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের ৬ হাজার ৯৭০ জন করোনা আক্রন্ত সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৬০ জন সদস্য সুস্থ হয়েছেন। শতকরা হিসেবে সুস্থতার হার ৫১ দশমিক ৭ শতাংশ। পুলিশের ২৩ জন সদস্য করোনায় প্রাণ হারান।
তিনি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।