Views: 123

ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

করোনা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে : কুবি উপাচার্য

কুবি উপাচার্য

সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: সম্প্রতি আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হচ্ছে কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। চীনে উদ্ভব ঘটার পর এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভয়ংকর ভাইরাস। সম্প্রতি বাংলাদেশেও ছড়াতে শুরু করেছে এই ভাইরাস।

করোনা ছড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন হিসেবে বিশ্বের প্রায় অনেক দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনসমাগম হয় এমন স্থানে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষনা করা সময়োপযোগী হবে বলে মনে করা হচ্ছে৷ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অসংখ্য শিক্ষার্থীর প্রতিদিন সমাগম হচ্ছে যা করোনা ভাইরাস ছড়ানোর একটি বিশেষ মাধ্যম হিসাবে বিবেচিত। ইতোমধ্যে বুয়েট, চুয়েটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ ক্লাসসহ সকল পরীক্ষা বর্জন করেছে।

তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত চলছে ক্লাস পরীক্ষা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে করোনা আতঙ্ক। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হাসান খান বলেন, আবাসিক হলে একসাথে অনেকে থাকার ফলে যে কোনো সময় একজন আক্রান্ত হলে তা সব শিক্ষার্থীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাছাড়া চাঁদপুর, কুমিল্লা অঞ্চলে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ঝুঁকি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এই মুহূর্তে স্থগিত হওয়া উচিত কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি অবশ্যই উচিত।

করোনা আক্রান্তের বিষয়ে ফার্মেসী বিভাগের শিক্ষক মো: এনামুল হকের সাথে কথা বললে বিশ্ববিদ্যালয় খুবই ঝুঁকিপূর্ন এলাকা বলে জানান তিনি। এ ছাড়াও ফার্মেসী বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে ক্যাম্পাসে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত হওয়া কতটুকু যুক্তিযুক্ত এই প্রশ্নের জবাবে তিনি বলে, আসলে এটা যেহেতু যে কোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে তাই আমি মনে করি বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি করোনা বিষয়ে বলেন, ‘করোনা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে। ইউজিসি অথবা শিক্ষামন্ত্রলয়ের নোটিশ পেলে আমি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিব। আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় এখনই বন্ধ হওয়া উচিত। না হয় পরে যত কিছুরই ব্যবস্থা করা হোক তা নিয়ন্ত্রন করা যাবেনা।’


আরও পড়ুন

পদ্মা পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবল মাইক্রোবাস

Saiful Islam

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেল যাত্রীসহ মাইক্রোবাস

Shamim Reza

সিলেটে এবার ইফতারির জন্য স্ত্রীকে বেঁধে নির্যাতন, শ্বশুরকে মারধর

Shamim Reza

ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু

Shamim Reza

বিক্ষোভের মুখে বাড়ল ঈদের ছুটি

Shamim Reza

মালি যখন উপজেলা চেয়ারম্যানের গানম্যান!

Saiful Islam