মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের সিয়াটেল নামক শহরের একটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। করোনা মহামারির কারণেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গাড়ি চলাচলে কড়াকাড়ি আরোপ করা হয় যাতে করে লকডাউনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যায়াম করতে পারেন। তবে সব কিছু স্বাভাবিক হলেও সেই রাস্তায় আর গাড়ি চলছে না।
স্থানীয় সময় বৃহস্পতিবার সিয়াটেলের মেয়র জেনি এ ডুরকান এই ঘোষণা দিয়েছেন। ২০ মাইল দীর্ঘ এই রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাস্তায় এখন আর কোনো গাড়ি চলবে না। ‘স্টে হেলথি স্ট্রিটস’ কর্মসূচির আওতায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে পথচারীরা ‘স্টে এট হোম’ অর্ডার চলাকালে ব্যায়াম করতে পারেন। আর এখনো শুধুমাত্র ব্যায়ামের জন্য গাড়ি চলাছল বন্ধ করে দেওয়া হলো এই রাস্তা।
এদিকে, ওয়াশিংটন স্টেটে ১৬ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটশ ৯১ জন মানুষ। অন্যান্য শহরের মতোই ওয়াশিংটন স্টেটেও চলছে লকডাউন। করোনা ঠেকাতে ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসেলি সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



