Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গেল দুই মাসে বরিশাল জেলায় ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩০২টি ভ্রাম্যমাণ আদালতে ৪৭১ জন ব্যক্তি ও ৬৬১টি প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জনগণকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন। জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।