Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়ে বলেছে, ‘ঘরে থাকা এই ভাইরাসের বাস্তবতা।’ খবর এএফপি’র।
ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘এই ভাইরাসের ক্ষেত্রে কেউ স্পেশাল নয়। আমরা সকলে ভাইরাসটিতে আক্রান্তের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছি।’
এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বোলসোনারো ও তার পরিবারের মঙ্গল কামনা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।