পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস । আরটিআই ও মিরর এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের একজন মুখপাত্র ও তার সহযোগী। তিনি বলেন, মঙ্গলবার সকালে লন্ডন হাসপাতালে জন্ম নেয়া নবজাতক শিশু এবং মা দুজনেই ‘খুব ভাল’ অছেন।
তিনি জানান, সুস্থ সন্তানের জন্মের কথা শুনে প্রধানমন্ত্রী ও সায়মন্ডস দুইজনেই বেশ রোমাঞ্চিত অনুভূতি প্রকাশ করেছেন এবং জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রসূতি বিভাগকে ধন্যবাদ জানান।
সাইমন্ডস দীর্ঘদিন ধরে বরিসের রাজনৈতিক সতীর্থ। মার্চের শুরুতে জনসন তাকে বিয়ে করতে যাওয়ার ঘোষণা দিলেও দিনক্ষণ জানাননি। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩২ বছর বয়সী সাইমন্ডস টুইটারে নিজেও করোনা আক্রান্ত বলে জানিয়েছিলেন। তবে কয়েকদিন বিশ্রামের পর তিনি ভাল হয়েছেন বলে জানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



