Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home করোনা নিয়ন্ত্রণে চায়না মডেল ও আমাদের করণীয়
    Coronavirus (করোনাভাইরাস) মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার স্বাস্থ্য

    করোনা নিয়ন্ত্রণে চায়না মডেল ও আমাদের করণীয়

    জুমবাংলা নিউজ ডেস্কMarch 26, 2020Updated:March 26, 20204 Mins Read
    করোনা ভাইরাসের প্রতীকী ছবি
    Advertisement

    খোরশেদ আলম: বর্তমান পৃথিবী করোনা (COVID-19)নামক এক ভাইরাসের কাছে বিপর্যস্থ । রীতিমত আতঙ্কে পরিনত হয়েছে ভাইরাসটি। চীনের উহানের পর করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি। ইতোমধ্যে আমাদের দেশের পাঁচজনসহ কেড়ে নিয়েছে প্রায় ২০ হাজার মানুষের প্রাণ। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ। বিশ্বের ২৫০ কোটি লোককে গৃহবন্ধী থাকতে বাধ্য করেছে ভাইরাসটি।

    প্রাপ্ত তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতার আলোকে এটি বলা যায়, করোনাভাইরাস নামক আরএএন ভাইরাস, যা কোল্ড ভাইরাস নামে পরিচিত, তা অত্যন্ত ছোঁয়াচে; এটি যেমন হাঁচি-কাশির মাধ্যমে মাইক্রোড্রপলেট আকারে ছড়ায়, তেমনি রোগীর ব্যবহার্য, পরিবেশে বিদ্যমান কাপড়, প্লাস্টিক, ধাতব ও অন্যান্য ফোমাইটের মাধ্যমেও ছড়িয়ে থাকে।

    মাইক্রোড্রপলেট আকারে বাতাসে ভাসমান ভাইরাস প্রায় ৩-৪ ঘণ্টা জীবিত থাকলেও ধাতব ও প্লাস্টিকসহ অন্যান্য ফোমাইটে আঠার মতো লেগে তা তিনদিন পর্যন্ত টিকে থাকতে পারে। এ কারণে এটি প্রতিরোধে আমাদের দেশে বহুমুখী ব্যবস্থা নেয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমরা চীনকে অনুসরণ করতে পারি।

    চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ভাইরাসটি সনাক্ত হয়। ধারণা করা হয় স্হানীয় সী ফুড শপ থেকে এটা ছড়ায়। প্রথমদিকে চীন সরকার বিষয়টিকে তেমন পাত্তা দেয়নি। মনে করেছিল নরমাল ফ্লু, হয়তো কিছুদিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছিল প্রকোপ বাড়তে থাকল এবং মৃত্যুর ঘটনা ঘটতে থাকল। ইতোমধ্যে ভাইরাসটি বেশ ছড়িয়ে পড়ল। স্হানীয় প্রশাসন কিন্তু আর দেরি করেনি। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ এবং তার প্রতিরোধ ও প্রতিকারের বিষয়টি গুরুত্বের সাথে নেয়।

       

    উহান প্রশাসন প্রথম দিকে চেয়েছিল এই পরিস্থিতিকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার। কিন্তু পরবর্তীতে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করার বিষয়টি তাদের আওতার বাইরে চলে যায়। তখন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে।। চীন সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের কারণে দেশটির মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সহজ হয়। চীন সরকার অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে উহান প্রশাসনের উপর বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের এ পদক্ষেপগুলোর ভুয়সী প্রশংসা করেছে। কারণ প্রথমদিকে কাজটি খুব চ্যালেন্জিং ছিল।

    আজ মূলতঃ আমরা চীনের নেয়া পদক্ষেপগুলো নিয়ে এখানে আলোচনা করব এবং সেগুলো আমাদের দেশে প্রয়োগ করা যায় কিনা ভেবে দেখবো।

    ১. কান্ট্রি লকডাউন: করোনাভাইরাসটি যেহেতু মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছিল তাই চীন সরকার সর্বপ্রথম যে কাজটি করল সেটা হলো কান্ট্রি লকডাউন করল। চায়নার জনসংখ্যা প্রায় ১৫০ কোটি। এই বিশাল জনগোষ্ঠীকে যদি নিয়ন্ত্রণ করা না যায় করোনা মোকাবিলা করা কঠিন হবে । দ্রুত প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল।জরুরি কোনও প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে যেতে পারত না। গণজমায়েত, চলাচল, গণপরিবহন, ট্রেন, মেট্রো, আন্ত:শহর পরিবহন চলাচল সীমিত করল। সে সময় এ কাজটি করা খুব কঠিন ছিল। কারণ সেসময় দেশটিতে ছিল নববর্ষের ছুটির সময়। আর নববর্ষের এই উত্সবটা হলো চায়নাদের সবচেয়ে বড় উৎসব। প্রচুর লোকজন বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সরকারের এই সিদ্ধান্তের কারণে মানুষের চলাচল নিয়ন্ত্রণ হলো। এক কথায় জনগনকে হোম কোয়ারেন্টাইন করতে বাধ্য করল। বিদেশ ফেরত জনগনকে ১৪ দিনের আইশোলেশন এ রাখল।

    ২.ভাইরাস সনাক্তকরণ: দ্বিতীয় যে কাজটি চায়নীজরা করল সেটা হলো দ্রুত ভাইরাসটির স্বরুপ নির্ণয় করা। চায়নীজ বিজ্ঞানীরা একাজে বেশ দক্ষতার ছাপ রাখে। তারা ভাইরাসটির জেনেটিক গঠনসহ কোন গ্রুপের ভাইরাস সেটা নির্ণয় করল। এতে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করা অনেকদূর এগিয়ে গেল।

    ৩. বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা: ভাইরাসটি সনাক্তের আগেই প্রায় ৭০ হাজার লোক আক্রান্ত হলো। আমরা জানি চায়নার চিকিত্সা ব্যবস্হা অত্যাধুনিক এবং প্রত্যেক নাগরিকের চিকিত্সা বীমা রয়েছে। কিন্তু এ অবস্হায় সকলকে চিকিত্সা সেবা দেওয় যাচ্ছিল না। তাই দ্রুত ১০ দিনের মধ্যে ১০০০ শয্যার ২ টি বিশেষায়িত হাসপাতাল তৈরি করল। ইতোমধ্যে ১০ টি স্টেডিয়ামকে অস্হায়ী হাসপাতাল হিসেবে তৈরি করল। ফলে সবাইকে চিকিত্সা সেবার আওতায় আনা সহজ হলো।এমন কি তারা চিকিৎসার কাজে রোবটকে ও কাজে লাগিয়েছে।

    ৪. স্পেশাল মেডিকেল টিম গঠন: চায়না সরকার উহানের করোনা ভাইরাস মোকাবেলার জন্য অন্যান্য প্রদেশ থেকে দক্ষ চিকিৎসক ও নার্সদের নিয়ে বিশেষ মেডিকেল টিম। গঠন করল এবং তাদেরকে উহানে পাঠাল। ফলে রোগীর সংখ্যা বেশি হলে ও চিকিৎসার কাজটি সহজ হয়ে গেল।

    ৫. রোগী বাছাই: যেহেতু প্রচুর আক্রান্ত রোগী ছিল এবং সকলকে সমানভাবে চিকিত্সা দেওয়া যাচ্ছিল না। তাই সেসব রোগীদের চিকিত্সা দেওয়া হয় যাদের জন্য একান্ত জরুরি ছিল তাদের হসপিটালাইজ করল আর বাকীদের বাসায় চিকিত্সা সেবার ব্যবস্থা করা হলো। আর যাদের করোনা আক্রান্ত মনে হচ্ছিল তাদের দ্রুত টেস্ট করার ব্যবস্থা করা হলো। ফলে আক্রান্তদের বাছাই করা সহজ হয়ে গেল।

    ৬. ডিজিটাল মনিটরিং ও টেলিমেডিসিন: এদিকে যাদেরকে কোয়ারেন্টাইন করা হলো তাদের প্রত্যেকেই স্বাস্থ্য তথ্য নিয়মিত কর্তৃপক্ষকে জানাতে হতো। এক্ষেত্রে তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে তথ্য সরবরাহ করত। প্রয়োজনীয় পরামর্শ মোবাইলের মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হতো। এমনকি আমরা যারা ঐ সময় চায়নাতে ছিলাম না আমাদেরকে ও নিয়মিত স্বাস্হ্য তথ্য আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হতো।

    ৭. ফুড সাপ্লাই: যেহেতু মার্কেট , শপিংমলসমুহ বন্ধ ছিল তাই নির্দিষ্ট কিছু আউটলেট থেকে খাদ্য সংগ্রহ করতে হতো। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ঘরে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা ছিল।

    আতঙ্ক ও অজ্ঞতা পরিহার করে এ মহাদুর্যোগের নানামুখী আঘাত, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং আর্থিক দুর্যোগ বিবেচনায় এনে তা মোকাবিলায় সব শক্তি ও মেধা প্রয়োগ করতে হবে। আসুন চীনের উহানে নেয়া পদক্ষেপগুলো আমরা অনুসরণ করি।

    লেখক একজন সিনিয়র এক্সামিনার (ফুড এন্ড ব্যাক্ট:) বিএসটিআই ও পিএইচডি গবেষক। তিনি চীনের শেনডং ইউনিভার্সিটির ডিএনএ রিকম্বিনারিং এন্ড জিনোম ইন্জিয়ারিং রিসার্চ টিমের সদস্য। 

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    মনোনয়ন

    ‘বিএনপির মনোনয়ন বঞ্চিতরা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব’

    November 4, 2025
    আইনি ভিত্তি

    ‘আগামী নির্বাচন বৈধতা পাবে জুলাই সনদ আইনি ভিত্তি পাওয়ার পর’

    November 4, 2025

    ‘নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, হাতপাখা সবাই বুকের ওপর রাখে’

    November 3, 2025
    সর্বশেষ খবর
    মনোনয়ন

    ‘বিএনপির মনোনয়ন বঞ্চিতরা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব’

    আইনি ভিত্তি

    ‘আগামী নির্বাচন বৈধতা পাবে জুলাই সনদ আইনি ভিত্তি পাওয়ার পর’

    ‘নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, হাতপাখা সবাই বুকের ওপর রাখে’

    গণভোট

    গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া: হাসনাত

    ভুয়া সাংবাদিকদের ছড়াছড়ি, হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকের মর্যাদা

    তারেক

    ‘তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই’

    গণতন্ত্র

    ‘এ দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই’

    তারেক

    ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে : তারেক রহমান

    khilkhet footover bridge

    খিলক্ষেত ফুটওভার ব্রিজে বিশ্ব-বেহায়াদের মহোৎসব ও আমাদের ভাঙা স্বপ্ন

    দ্য ডিসেন্ট

    যুগলের অপকর্ম ও গণমাধ্যমের নীতি-নৈতিকতা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.