Advertisement
বিনোদন ডেস্ক : করোনার জেরে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চলছে লকডাউন। এ লকডাউনে পানভেলের নিজের ফার্মহাউসে আছেন সালমান খান। সেই বাড়িতে সাল্লুর সঙ্গী বলিউড সুন্দরী জ্যাকুলিন ও রোমানীয় টিভি তারকা ইউলিয়া। দুজনেই সালমানের প্রেমিকা হিসেবে পরিচিত।
লকডাউনের সময়টা খোশ মেজাজেই কাটছে ভাইজানের। কিন্তু তার কাজ থেমে নেই। তাই তো বাড়িতে বসেই করোনাভাইরাস নিয়ে গেয়ে ফেললেন গান। যে করোনার জেরে গোটা পৃথিবীই আদতে লকডাউন।
করোনা নিয়ে সালমানের গাওয়া গানটির শিরোনাম ‘পেয়ার করোনা’। হুসাইন দালালের সঙ্গে যৌথভাবে এটির কথাও লিখেছেন ভাইজান। সোমবার দুপুরে গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। সেই লিংক নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সালমান।
আগেও নিজের অভিনীত সিনেমায়সহ বেশ কিছু গান গেয়েছেন ‘দাবাং’ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।