জার্মানিতে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই মহামারির পরবর্তী ধাপের বিপদ অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর আঞ্জেলা মের্কেল।
দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশবাসীর উদ্দেশ্যে হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, জার্মানিকে করোনাভাইরাস মোকাবিলায় কুশলী ও সতর্ক হতে হবে। কারণ সংকটের শেষ হয়নি, এটি মাত্র শুরু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা সংকট মোকাবিলায় সরকারের নীতিমালা সম্পর্কে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারির কথা জানান।
জার্মান চ্যান্সেরল বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এমন পরিস্থিতি দেখেনি৷ রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভূতপূর্ব পদক্ষেপ নিতে হয়েছে৷ করোনা সংকটের মোকাবিলা করতে অকল্পনীয় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে৷ এসব উদ্যোগ দ্রুত অনুমোদন করার জন্য তিনি সংসদের উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
মের্কেল স্বীকার করেন, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এমন প্রচেষ্টা কখনোই সফল হতো না৷ মানুষের অনেক মৌলিক অধিকার খর্ব করার সিদ্ধান্ত তাঁর জন্য কতটা কঠিন ছিল, তা তিনি মনে করিয়ে দেন।
জার্মান নেতা বলেন, সংযম, নিয়মানুবর্তিতা ও সংহতির মাধ্যমে জার্মানিতে করোনা সংক্রমণের গতি যথেষ্ট কমানো সম্ভব হয়েছে৷ তবে তিনি মনে করিয়ে দেন যে, সাফল্য সত্ত্বেও জার্মানি এখনো মহামারির প্রথম পর্যায়ে রয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে অদূর ভবিষ্যতেও অনেক কড়াকড়ি মেনে নিতে হবে৷ ধাপে ধাপে কিছু বিধিনিয়ম শিথিল করা হলেও সার্বিকভাবে কড়াকড়ি মেনে চলতে হবে৷
করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন মের্কেল। ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিবিড় সহযোগিতার অঙ্গীকার করেন তিনি৷
বৃহস্পতিবার পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২২ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৫৪ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।