Coronavirus (করোনাভাইরাস) জাতীয়

করোনা প্রতিরোধে রাস্তায় নামলেন সেই ডেইজী আপা

জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ রোধে রাজধানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন ডিএনসিসি’র সাবেক প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী।

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে তিন হাজার মাস্ক ও এক হাজার জোড়া হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এই মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘ঢাকায় বসবাসকারীদের মধ্যে অনেক নিম্ন আয়ের মানুষ আছে। যাদের পক্ষে মাস্ক ও হ্যান্ড গ্লাভস কিনে নিজেকে সুরক্ষিত রাখা অনেকটাই কঠিন। তাই আমি আমার সাধ্য অনুযায়ী কিছু মানুষের মাঝে এগুলো বিতরণের চেষ্টা করেছি। নগরবাসী করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকুন এটাই আমার প্রত্যাশা।’

সবাইকে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে। এ ক্ষেত্রে বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। যদি বাইরে কাজ থাকে, তাহলে নিজেকে সুরক্ষিত রেখে চলাচল করুন। ভিড় এড়িয়ে চলুন। কারও মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটির ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির প্যানেল মেয়র ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী । সর্বশেষ ঢাকা সিটি নির্বাচনে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর কাছে তিনি পরাজিত হন। এছাড়া ২০১৮ সালে ডেঙ্গু দমন এবং নির্বাচনের আগে র‌্যাপ গানের মাধ্যমে প্রচারণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন এই আওয়ামী লীগ নেত্রী।

যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও। ডাউনলোডকরুন : http://bit.ly/2FQWuTP

আরও পড়ুন

ব্রিটেনে করোনা টেস্ট হবে দিনে ২৫ সহস্রাধিক মানুষের

Shamim Reza

জ্বরে আক্রান্ত পাপিয়া, রিমান্ড স্থগিত করে কারাগারে প্রেরণ

Shamim Reza

সরকার ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

rony

সব বাড়িতে জীবাণুনাশক ছিটাচ্ছে নীলফামারী পৌরসভা

azad

রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

mdhmajor

ঋণ নিয়ে পোশাক খাতকে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

rony