জুমবাংলা ডেস্ক : কভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে ২০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।যেসব কোম্পানি করোনাভাইরাস প্রতিরোধী ওষুধ এবং অন্যান্য সামগ্রী তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত, তাদের এসব সহায়তা দেওয়া হবে। সম্প্রতি এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব কোম্পানি করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তৈরি করছে, তারা ক্রমাগতভাবে চাপের মুখে পড়ে যাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর সহায়তায় এডিবির এ উদ্যোগের মাধ্যমে এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের কোম্পানিগুলোর সম্প্রসারণ ও অন্যান্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
এডিবির বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা খাতে বিনিয়োগ বিভাগের প্রধান স্টিভেন বেক বলেছেন, যেসব কোম্পানি সরবরাহ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের লক্ষ্যে রেখে এ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘যেসব কোম্পানি উৎপাদনের সঙ্গে জড়িত, প্রথমে তাদের সহযোগিতা করার পর যারা সরবরাহকারী, তাদের করা হবে।’
এ বিনিয়োগ সহায়তা আগামী ১২০ থেকে ১৮০ দিনের মধ্যে ব্যবহার করা হবে। এছাড়া আগামী ১২ মাসে ৪০ কোটি ডলার সহায়তার যে পরিকল্পনা এটি তার পরিপূরক হিসেবে কাজ করবে। এছাড়া একই সময় অর্ধেক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে অংশীদার ব্যাংকগুলোর সঙ্গে আরও অন্তত ৮০ কোটি ডলারের সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।
এ সহায়তার অর্থ এডিবির সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার করা হবে। নির্দিষ্ট কোম্পানিগুলোকে এক সপ্তাহের মধ্যে এ অর্থ সরবরাহ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসা-বাণিজ্যে করোনাভাইরাসের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এডিবি। এছাড়া আরও সহায়তার প্রয়োজন হবে কি না, তা জানতে গ্রাহক ব্যাংকগুলোর সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শনাক্তকরণ, প্রতিরোধ ও অন্যান্য কাজের জন্য গত ৭ ফেব্রুয়ারি চীনের জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেয় এডিবি। পরে গত ২৬ ফেব্রুয়ারি সব উন্নয়ন সহযোগীর জন্য আরও ২০ লাখ ডলারের সহায়তা ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি উহানের বেসরকারি খাতকে সহায়তার জন্য সহায়তা চুক্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।