নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ। তবে এই ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তিনি জানান, ভাইরাস প্রতিরোধে সরকার তিনটি পর্যায়ে মাল্টি সেক্টোরাল কমিটি গঠন করেছে। বলেন, ইতালিতে থাকা এক বাংলাদেশি নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে তাকে বাসায় কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইতালি, ইরান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে।
এছাড়া আইইডিসিআরের পরিচালক জানান, করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপনের কোন পরিকল্পনা সরকারের নেই।
তথ্যসূত্র : চ্যানেল২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।