
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) পাঁচ শতাধিক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছাড়িয়েছে ১৫ হাজার।
রবিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেটে বলা হয়, ভারতে করোনায় ৫২২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন।
শনিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের; আক্রান্ত ৯৯১ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৯২ জনে। এর মধ্যে মারা গেছেন ৪৮৮ জন।
এদিন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দেশে সবচেয়ে আক্রান্ত রাজ্য হল মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৪ জনের।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৬ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।