আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কাতারে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সরকার।

এদিকে নিয়মিত ফ্লাইট বন্ধ না করলেও কিছু গন্তব্যে টিকিট বিক্রি বন্ধ করেছে কাতার এয়ারলাইন্স।
এর মধ্যে ইতালির ভেনিসসহ রয়েছে বেশ কয়েকটি দেশের টিকিট। তবে এখন পর্যন্ত যারা কাতারের ভিসা পেয়েছেন তাদেরকে টিকিট দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর নতুন করে ভ্রমণের বিষয়ে স্থানীয় দূতাবাসে যোগাযোগের অনুরোধ করেছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
তবে যাত্রীদের অভিযোগ, কিছু দেশের টিকিট থাকা স্বত্তেও তাদের যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


