
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেও কর্মরত সাংবাদিকদের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে ভারতের হরিয়ানা রাজ্য সরকার। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাওয়া প্রত্যেক সাংবাদিককে ১০ লাখ রুপির বিমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে এক বিবৃতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেন, “করোনাভাইরাসের মহামারির মধ্যে যেসব সাংবাদিক কাজ করছেন তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির বিমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”
মুম্বাইয়ে ও চেন্নাইয়ে কয়েকজন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর আসার কয়েক দিনের মধ্যেই হরিয়ানা সরকার তাদের রাজ্যের সাংবাদিকদের জন্য এ সহায়তার ঘোষণা দিলো।
এর আগে ২১ এপ্রিল পশ্চিম বঙ্গ সরকার করোনাভাইরাস সংকটের মধ্যে কাজ করে যাওয়া অনুমোদিত সাংবাদিকদের জন্য বিমার ঘোষণা দেয়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫০০। মৃতের সংখ্যা ৭২২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



