জুমবাংলা ডেস্ক : চীনের সাংহাইয়ের ‘ওয়ান সিটি টু টাউন’ এই ধারণাকে কেন্দ্র করে চট্টগ্রামে এগিয়ে চলছে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ। বর্তমানে একটি টিউব টানেলের ২ হাজার ৪৫০ মিটারের মধ্যে ১ হাজার ২২৮ মিটার বোরিংয়ের কাজ
শেষ হয়েছে। চীনের জিয়াংসু প্রদেশের জেং জিয়াং শহরে টানেল সেগম্যান্ট কাস্টিং প্ল্যান্টে সেগম্যান্ট নির্মাণের কাজ চলছে। গত জানুয়ারি পর্যন্ত ১৯ হাজার ৬১৬ টি সেগমেন্টের মধ্যে ১০ হাজার ৫৮২ টি টানেল প্রকল্পে পৌঁছেছে। এর মধ্যে ৪ হাজার ৯১২ টি টানেলে প্রতিস্থাপন করা হয়েছে।
বর্তমানে টানেলের ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।
কর্ণফুলী টানেলর প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, আমাদের এই প্রোজেক্টের সার্বিক অগ্রগতি হয়েছে ৫১ ভাগ। এখনও আমাদের সময় আছে। আমরা ২০২২ সালের মধ্যে কাজ শেষ করতে পারব।
এদিকে, নির্মাণ প্রকল্পে ২৯৩ জন চীনের নাগরিক কর্মরত আছেন। এর মধ্যে ৭২ জন নববর্ষের ছুটিতে চীনে গিয়েছিলেন। ছুটি শেষে ফিরে আসেন ৪৫ জন। এর মধ্যে ২৮ জনের ১৪ দিনের কোয়েরেন্টাইন শেষে তারা কাজে যোগ দিয়েছেন।
তবে, চীনে করোনা ভাইরাস পরিস্থিতি বিলম্বিত হলে কর্ণফুলী টানেলের কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তথ্যসূত্র : সময়টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।