Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ কর্মীদের সময় যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়
    জাতীয়

    কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ কর্মীদের সময় যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়

    February 9, 20257 Mins Read

    জুমবাংলা ডেস্ক : আদতে কুমিল্লার মানুষ, কবি জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর নামাঙ্কিত মেট্রো স্টেশনের পিছনের জনবহুল এলাকায় গত প্রায় ছয় মাস ধরে আতঙ্কের ছাপ স্পষ্ট। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পিছনের ওই বিত্ত-মধ্য এলাকার সারি সারি নীল, হলুদ, গোলাপি চার-পাঁচ তলা বাড়ির ফাঁকে যে গলি, সেই গলির ভিতর থেকে আরো ভিতরে আবহাওয়া থমথমে।

    বাড়িগুলি প্রায় সবই হোটেল। সস্তার। সেই হোটেলের অলিতে-গলিতে দুই-তিনজনের জটলা। কথা বলছেন ফিসফিস করে, নির্জন গলিতেও। মানুষের পায়ের শব্দে চলে যাচ্ছেন এদিক-ওদিক, ডাকলেও পিছনে তাকাচ্ছেন না আর। এর কারণ বাংলাদেশে ৫ আগস্টের গণ-অভ্যুত্থান।

    ইস্টার্ন বাইপাসের ধারে বাজেট হোটেল গজিয়ে ওঠার কারণ অঞ্চলে গত বিশ বছরে একাধিক বেসরকারি হাসপাতালের বাড়বাড়ন্ত। এখানে রোগীদের বড় অংশই বাংলাদেশের মানুষ। তাই ভাতের হোটেল, স্ন্যাক বার, ক্যাফে, ওষুধের দোকান – এ সবই হয়েছে বাংলাদেশের কথা মাথায় রেখে।

    নীল-গোলাপি হোটেলের নাম তাই বনানী, গুলশান বারিধারা, নিউ বনানী প্রভৃতি। এখানে যাঁরা রয়েছেন, এদের প্রায় প্রত্যেকেরই রয়েছে দীর্ঘকালীন বৈধ ভিসা।

    “কিন্তু কেউই কথা বলবেন না। যাঁরা ঢুকেছেন তাঁদের প্রায় সবাই পালিয়ে এসেছেন, প্রাণের ভয়ে,” বললেন অঞ্চলে পরিচিত এক ব্যক্তি, যাঁকে শুধুমাত্র ‘ভৌমিক বাবু’ বলেই সবাই চেনেন। তিনি এক হোটেলের ম্যানেজার, বরিশাল থেকে কলকাতা এসেছিলেন বহু দশক আগে। তিনি কয়েকটি কথা বললেন।

    “এখন যাঁরা আসছেন তাঁরা বিশেষ পয়সাকড়ি নিয়ে আসতে পারেননি। এরা একেবারে ছোট বা মাঝারি চাকরি বা ব্যবসা করতেন। সেই সূত্রেই দলের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। আওয়ামী লীগের বিপর্যয়ের পরে এরা বাধ্য হয়েই পালিয়ে এসেছেন, ” তিনি বললেন।

    অনেক অনুরোধ-উপরোধের পরে তিনি নিয়ে গেলেন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উচ্চপদস্থ কর্তার ঘরে। কিন্তু একাধিক শর্তসাপেক্ষে।

    “ওনার নাম, পদ, কাজের জায়গা, জেলা কিছু নিয়েই একটি শব্দও লেখা যাবে না। উনি আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ পরিবার দেশেই রয়েছে। উনি আমার অতিথি, ওনার বিপদ আর বাড়াতে চাই না,” বললেন ভৌমিক বাবু।

    সবুজ-সাদা রং করা ঘরের কোনে বিছানায় বসে এক সময়ের প্রভাবশালী শিক্ষা মন্ত্রণালয়ের আমলা। ছোটখাটো চেহারা, চুল কম, বয়স ৫৫-৬০, মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। দৈনিক ৫০০ টাকা দিয়ে এক কামরার ঘরে থাকতে হচ্ছে ওই আমলাকে যিনি মাস তিনেক আগেও থাকতেন প্রশস্ত সরকারি বাংলোয়।

    “প্রায় কোনো টাকাই নিয়ে আসতে পারিনি। ভেবেছিলাম সংঘাত মিটে গেলে অপেক্ষা না করে অবসর নিয়ে নেব। এককালীন টাকা পয়সাও পাওয়া যেতো, পেনসনও। সবই আটকে গেল, দেশও ছাড়তে হলো,” ধীরে ধীরে বললেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অফিসার। তাঁর পরিচিতদের অনেকেই গ্রেফতার হয়েছেন।

    “আমার সঙ্গে যাঁরা কাজ করতেন, তাঁরা বলছেন, ‘স্যার এখন ফিরবেন না। পরিস্থিতি খারাপ।’ আমার পরিচিতদের মধ্যে কেউ না কেউ প্রায় রোজই গ্রেফতার হচ্ছেন। এই অবস্থায় কিভাবে ফিরব?” প্রশ্ন ওই হিন্দু আমলার।

    তবে বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, এটা তিনি মনে করেন না।

    “যারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতেন বা দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তাঁরা সবাই আক্রান্ত হচ্ছেন। সব জায়গায় সংখ্যালঘুদের কিছু বাড়তি সমস্যা থাকে, তা অবশ্যই আছে। তবে শুধুমাত্র হিন্দুদের আক্রমণ করা হচ্ছে বলে আমি মনে করি না,” তিনি বলেন।

    বাংলাদেশ থেকে এই মুহূর্তে ১৫-২০ হাজারের মত মানুষ চিকিৎসার জন্য বৈধ ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে রয়েছেন বলে জানালেন রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের এক অফিসার। বললেন, এদের মধ্যে কতজন ৫ আগস্টের পরে ঢুকেছেন, সেই পরিসংখ্যান দেওয়া মুশকিল।

    “এছাড়াও, অবৈধ ভাবে অনেকে ঢুকেছেন। তবে পরিসংখ্যান নেই,” বলে জানালেন ওই অফিসার।

    মধ্য কলকাতায় থাকার সমস্যা

    যারা বৈধ ভাবে এসেছেন তাদের মধ্যে ‘সুপার ভিআইপি’ যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ওই মাঝারি মাপের আমলা থেকে একেবারেই ছোটখাটো আওয়ামী লীগ কর্মী যারা নিজ নিজ অঞ্চলে রেস্তোরাঁ, দোকান বা ব্যবসা চালাতেন। এরা যে পার্টির সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতেন তাঁরা নিজেরাই তা স্বীকার করছেন।

    “কি করবো বলুন?” প্রশ্ন তাপস মজুমদারের।

    তাপস মজুমদার যে তাঁর প্রকৃত নাম নয় এবং তিনি যে ধর্মে মুসলমান তা জানিয়েই, রোগা-পাতলা ছাত্রলীগের ওই সাবেক কর্মী তাঁর লীগ করার ব্যাখ্যা দিলেন।

    “আপনাদের এখানে কি তৃণমূল কংগ্রেস না করে আপনি নির্মাণ কাজে চুন-বালি-ইট-সুড়কি সরবরাহ করতে পারবেন? আমি তো তাই করতাম। সেই জন্যই আমায় লীগ করতে হতো। কাল অন্য দল এলে সেই দল করবো,” বক্তব্য তাপসের।

    তাঁর আক্ষেপ, এখন যারা ক্ষমতায় এসেছেন তাঁরা তাঁর মতো সাধারন লীগ-কর্মীর সীমাবদ্ধতা বুঝছেন না।

    তাপসের সঙ্গে দেখা করেছিলাম মধ্য কলকাতার মার্কুইস স্ট্রিটে। বাংলাদেশ থেকে যারা আসেন, তাদের অনেকেই এখানেও থাকেন। তাপসের সঙ্গে প্রথমে গিয়ে বসলাম ‘সঙ্গম‘ বলে একটি হোটেলের পাশে এক চায়ের দোকানে, সঙ্গে তাঁর এক বন্ধু। তিনি ছদ্মনামও বলতে চাইলেন না।

    কথা বলতে বলতে বোঝা গেল দুই বন্ধুই বেশ অস্বস্তিতে রয়েছেন। বললেন, এই অঞ্চলে অনেকেই তাঁদের চেনে।

    “এরা আমার নাড়ি-নক্ষত্র জানে। আমি যে মুসলমান তা এদের অজানা নয়,” বললেন তাপস।

    মার্কুইস স্ট্রিট এবং সংলগ্ন অঞ্চল মুসলমান প্রধান, অবাঙালি মুসলমান।

    “কিছুদিন আগে আমি এখানকার এক মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন আমার উদ্দেশ্যে কটুক্তি করে বলা হয়েছে ‘তোরা আওয়ামী লীগ করতিস এখানে আসবি না।’ দাদা, এই জায়গা আমার জন্য ‘সেফ‘ নয়,” বললেন তাপস।

    আওয়ামী লীগের উপর দিকের নেতাদের জন্য নয়, কিন্তু নিচের দিকের কর্মী বা ছোট মাপের নেতাদের জন্য কলকাতা যে আর খুব ‘সেফ নয়’ তা বেশ কয়েকবার শুনতে হয়েছে গত কয়েক দিনে। হাওয়াই চটি আর ময়লা জিন্স ও টি-শার্ট পরিহিত তাপস বললেন, নিরাপত্তার জন্যেই মধ্য কলকাতা ছেড়ে তিনি গিয়ে হিন্দু প্রধান দক্ষিণ কলকাতার বিজয়গড়ে গিয়ে উঠেছেন।

    “আওয়ামী লীগের মূল সমস্যা টাকা”

    তাপসদের অস্বস্তি বাড়তে থাকায়, তাদের নিয়ে গেলাম কলকাতার প্রেস ক্লাবে। প্রেস ক্লাবের অতিরিক্ত চিনি দেওয়া দুধ চায়ে চুমুক দিয়ে দুই বন্ধুকে আমার প্রধান প্রশ্নটি করলাম। একটা দল কিভাবে ২৪ ঘন্টার মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। এর কারণ কি বলে তাঁদের মনে হয়?

    আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী তাপসের ব্যাখ্যা হয়তো বাংলাদেশের মানুষকে অবাক করবে না কিন্তু আমায় করলো। “প্রধান সমস্যা টাকা। আওয়ামী লীগ এটা বুঝতেই পারত না ব্যাংকের থেকে কিছু ব্যক্তির হাতে টাকা বেশি হয়ে গেলে দেশ চালানো মুশকিল হয়ে যায়।”

    দ্বিতীয় কারণ বললেন তাপসের বন্ধু, যিনি কোনো রকম পরিচয় দিতেই নারাজ।

    “ছাত্রলীগের ৩৫৭ জনের কেন্দ্রীয় কমিটিতে ১০৬ জন জামাত বা বিএনপি থেকে টাকা দিয়ে ঢুকেছেন। আওয়ামী লীগের উপরের দিকে নেতারা সদস্য পদ লাখে লাখে বিক্রি করেছেন। আমি আপনাকে তালিকা দিয়ে দিতে পারি কে কত টাকা দিয়েছেন। সব দলই টাকা তোলে। কিন্তু দলের যদি কোনো ধারণা না থাকে, কে কোথায় কত তুলছে বা কে কত দিচ্ছে – তবে এই ভাবেই দল ধসে যায়,” মন্তব্য তাপসের বন্ধুর।

    তাপস বন্ধুর বক্তব্যের সূত্র ধরে যোগ করলেন যে শুধুমাত্র টাকা দিয়েই কর্মী-নেতারা আওয়ামী লীগে আসেননি।

    “অনেকেই এসেছেন আত্মীয়তার সূত্রে, আওয়ামী লীগ-বিরোধী পরিবার থেকে বিবাহের মধ্যে দিয়ে আওয়ামী পরিবারে এসে দলে মিশে গিয়েছেন। কিন্তু পুরনো দলের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখেছেন। এটা আমি দেখেছি, নেতৃত্বও নিশ্চয়ই দেখেছে। কিন্তু তাঁরা কিভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন তা জানি না,” তাপস বলেন।

    আওয়ামী লীগের এক যুগ্ম সম্পাদকের নাম করে তাপস বললেন, “এরা সব কলকাতা এসে রয়েছেন, আপনাদের পুলিশের তত্ত্বাবধানে। এরাই আমাদের মতো কর্মীর থেকে টাকা তুলতেন, ব্যবসা করছি বলে। অথচ আজ এরা বহাল তবিয়তে কলকাতার বড় বড় হোটেলে বা বিশাল বাসা ভাড়া করে রয়েছেন, আর আমরা রয়েছি বস্তিতে, এক বেলা খেয়ে, পরিচয় পাল্টে। নামাজ পড়ার অধিকারটুকুও গিয়েছে।”

    ফুরিয়ে আসছে ভিসার মেয়াদ, অর্থও

    এদিকে, চিকিৎসার জন্য ভিসা নিয়ে যারা ঢুকেছেন তাদের অনেকে দীর্ঘমেয়াদী ভিসা পেলেও, ৯০ দিন পরপর তাদের ভারত থেকে বেরিয়ে গিয়ে আবারো ঢুকতে হবে। আর সেখানেই ভয় পাচ্ছেন অনেকে। শিক্ষা মন্ত্রণালয়ের আমলা বলছিলেন, দীর্ঘমেয়াদী ভিসা থাকলেও, তাঁকে ডিসেম্বরে একবার বেরোতেই হবে।

    “আর বেরোলে তো আমাকে বাংলাদেশেই ঢুকতে হবে। হার্টের রোগ নিয়ে তারপরে আমি বেঁচে আবার পশ্চিমবঙ্গে ঢুকতে পারবো এই গ্যারান্টি কে দেবে?” প্রবল অসহায় শোনালো সাবেক উচ্চপদস্থ সরকারি অফিসারকে।

    আরো বেশ কয়েকজন জানালেন, মেডিকেল ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করে তাঁরা বসে রয়েছেন। কিন্তু, বিদেশি নথিভুক্ত করার যে দপ্তর (এফআরআরও) সেখান থেকে ডাক আসছে না। চরম উৎকণ্ঠায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যে ফুরিয়ে আসছে অর্থ।

    “বিষয়টির প্রতি আমরা সহানুভূতিশীল। কিন্তু বিশেষ কিছু করার আছে বলে মনে হয় না,” বললেন ওই গোয়েন্দা কর্তা। ভিসা পুনর্নবীকরণের দায়িত্ব অবশ্য তাঁর নয়।

    ভারত সরকারের এক সাবেক রাষ্ট্রদূত বললেন, “যাদের প্রাণের আশঙ্কা আছে, তাঁদের পাশে অন্তত দাঁড়ানো প্রয়োজন। তিব্বতিদের অনেককে যেমন একটা বিশেষ ধরনের মর্যাদা দিয়ে রাখা হয়েছে, সে রকম কিছু সুদূর ভবিষ্যতে করা যেতে পারে কিনা তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিব্বতিদের রাখার জন্য চীনের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যায়নি। আমার মনে হয় বাংলাদেশের সঙ্গেও হবে না।”

    ভারত তিব্বতিদের বিদেশী বলে চিহ্নিত করলেও অস্থায়ী ভাবে নথিভুক্ত করে থাকার এবং কিছু সুযোগ-সুবিধা পাওয়ার ব্যবস্থা করেছে। বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয় এবং আরো মানুষ ভারতে ঢোকেন, তবে এই ধরনের কোনো ব্যবস্থার কথা ভাবা যেতে পারে কিনা তা অনানুষ্ঠানিক চর্চার মধ্যে রয়েছে।

    তবে এটা চট করে যাবে না। সময় লাগবে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসার থেকে তাপস মজুমদার, মেডিকেল ভিসা নিয়ে কার্যত পালিয়ে আসা ছোটখাটো কর্মীরা ততদিন কী করবেন? এ প্রশ্নের কোনো উত্তর নেই।

    চেনা পরিচিতের মধ্যে দিয়ে তাঁরা লোকজনের সঙ্গে দেখা করছেন, কেউ আবেদন করছেন ভিসার মেয়াদ বাড়ানোর, কেউ বা চাইছেন ছোটখাটো কিছু কাজ। আবার কেউ বা টাকা চাইছেন সরাসরি।

    এদের পাশেও এখনো পর্যন্ত কেউ দাঁড়াননি আনুষ্ঠানিক ভাবে – কোনো দল, প্রভাবশালী ব্যক্তি বা সংগঠন। ফলে শেষ পর্যন্ত এরা প্রায় সবাই তাকিয়ে রয়েছেন নিজের দেশের দিকেই। পরিস্থিতি অনতিবিলম্বে নিয়ন্ত্রণে আসবে বলেই তাদের আশা।

    “আর লিখে দেবেন, এটাও আমাদের আশা যে নতুন সরকার আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে দেখবে, নিরুপায় হয়ে আওয়ামী লীগ করা নেতা-কর্মী হিসেবে নয়,” দক্ষিণ কলকাতার উপকণ্ঠে তাঁর অস্থায়ী বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এটাই ছিল তাপস মজুমদারের শেষ কথা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘আওয়ামী ‘জাতীয় আর আশ্রয়, উদ্বেগ উৎকণ্ঠায় কর্মীদের কলকাতায়, নেয়া যাচ্ছে লীগ সময়’:
    Related Posts
    Girls

    পারভেজ হত্যা, সেই দুই তরুণীর একজন গ্রেফতার

    May 9, 2025

    চাকরি ফিরে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

    May 9, 2025
    জনগণের ঐক্যের আহ্বান

    আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ: জনগণের ঐক্যের আহ্বান

    May 9, 2025
    সর্বশেষ সংবাদ
    A06
    বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি A06: স্মার্টফোন প্রেমীদের নতুন পছন্দ
    Girls
    পারভেজ হত্যা, সেই দুই তরুণীর একজন গ্রেফতার
    জান্নাতুল হক শাপলা
    বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়ন: জান্নাতুল হক শাপলার অঙ্গীকার
    ঘন ঘন ক্ষুধা
    ঘন ঘন ক্ষুধা লাগলে যা করা উচিত
    ওয়েব সিরিজ
    Jaghanya Gaddar: রোমান্স আর প্রতিশোধের গল্প নিয়ে সেরা ওয়েব সিরিজ এটি!
    রেড লাইট
    পতিতালয়কে কেন ‘রেড লাইট এরিয়া’ বলে
    নিঃসঙ্গতা -নতুন প্রেমে -সামান্থা
    নিঃসঙ্গতা কাটিয়ে নতুন প্রেমের খোঁজে সামান্থা
    আমরা নির্বাচন পেছাতে চাইনা, ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবেই
    অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল
    ওয়েব সিরিজ
    Titliyaan Part 2 : রোমান্সের সঙ্গে আবেগঘন প্রেম নিয়ে সেরা ওয়েব সিরিজ
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.