আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে মরদেহটি পড়েছিল বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধারের পর বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে। খবর আনন্দবাজার পত্রিকা
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে কলকাতায় গিয়ে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন, তা-ও জানা যায়নি।
পুলিশের দাবি, উপল আত্মহত্যা করেছেন। বুধবার সকালে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন তিনি। স্থানীয়রা সেই দৃশ্য দেখেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে এবং এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই উপলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উপলের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে পরিচয়।
প্রকল্পের টাকা নিয়ে স্বামী রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছে ১১ নারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।