কলকাতার বিপক্ষে বিশেষ জার্সি পরবে গুজরাট! কারণ জেনে নিন

ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জার্সির রং পরিবর্তন করবে গুজরাট টাইটান্স। গত বছর ল্যাভেন্ডার রঙের জার্সি পরেছিলেন শুভমান গিলেরা। এবারেও সেটাই করবেন তারা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুজরাটকে দেখা যাবে ওই বিশেষ জার্সিতে।

বিশেষ জার্সি পরবে গুজরাট

ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য শুভমান বলেন, ‘খেলোয়াড় হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে সমাজের কাছে। ল্যাভেন্ডার জার্সি পরে আমরা ক্যানসার যোদ্ধাদের সম্মান জানাতে চাই। তাদের সাহসকে কুর্নিশ জানাতে চাই আমরা। এই পৃথিবীতে ক্যানসার আক্রান্তের সংখ্যা কমানোর জন্য এর সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। সেই কারণেই আমরা সচেতনতার বার্তা দিতে চাই।’

ল্যাভেন্ডার এমন একটি রং যা, সব ধরনের ক্যানসারের প্রতীক। এই রোগ কারও শরীরে দ্রুত নির্ণয় হলে সুস্থ হওয়া সম্ভব। সেই বার্তাই দিতে চাইছেন শুভমানেরা। গুজরাটের সিওও কর্নেল অরবিন্দর সিংহ বলেন, ‘ক্যানসার বহু প্রাণ কেড়ে নিয়েছে। আমরা ল্যাভেন্ডার জার্সি পরে শ্রদ্ধা জানাতে চাই। ক্যানসার রোগী এবং জয়ীদের পাশে থাকার বার্তা এই জার্সি।’

বিয়ে হয়েছে ৪ মাস, এরইমধ্যে ১০ মাসের সন্তান প্রসব!

কেকেআরের বিপক্ষে গুজরাটের ম্যাচ রয়েছে ১৩ মে। সোমবার আহমেদাবাদে মুখোমুখি হবে দুই দল। পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে গুজরা। অন্যদিকে কলকাতা সবার উপরে।