কলকাতায় আনুষ্ঠাকিভাবে উদ্বোধন করা হলো মেট্রোরেল পরিষেবা। সোমবার (১১ জুলাই) ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী স্মৃতি ইরানি। আগামী ১৪ জুলাই থেকে শিয়ালদহ স্টেশন থেকে কলকাতা শহরের নতুন গণপরিহণের তালিকায় যুক্ত হবে এ মেট্রো পরিষেবা।
কলকাতায় মেট্রোরেল উদ্বোধন
সুব্রত আচার্য
এদিকে উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতারা। মেট্রোরেলের পক্ষ থেকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবে এতে অংশ নেননি তিনি। যাননি আমন্ত্রিত তৃণমূলের অন্য বিধায়করাও।
উদ্বোধনের পর শিয়ালদহ স্টেশন থেকে প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে যাত্রা করে। তবে ট্রেনে কোনো যাত্রী ছিল না।
শিয়ালদাহ স্টেশন ভারতের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই মেট্রোর প্লাটফর্ম। এখান থেকেই ছুঁটবে সিটি অফ জয় কলকাতার গর্ব মেট্রোরেল। যেখানে শিয়ালদাহ থেকে বাস কিংবা ট্যাক্সিতে কমপক্ষে ১ ঘণ্টা লাগে উপ-শহর নিউটাউন সেক্টর ফাইভ যেতে, সেখানে মাত্র ২১ মিনিটেই এখন পৌঁছে যাওয়া সম্ভব হবে।
ভারতের ব্যস্ততম রেল জংশনের মধ্যে শিয়ালদহ অন্যতম। এই জংশনে প্রতিদিন কয়েক লাখ রেলযাত্রী যাওয়া আসা করেন। কলকাতার ভিন্ন এলাকায় পৌঁছানোর জন্য কেন্দ্রবিন্দু শিয়ালদহ স্টেশন।
তাই এই স্টেশনের নিচে তৈরি হওয়া মেট্রো স্টেশনে পোহাতে হতে পারে অস্বাভাবিক যাত্রীর চাপ। আর সেই চাপ মোকাবিলায় পর্যাপ্ত টিকিট কাউন্টার, সিঁড়ি ও এসক্যালেটর তৈরি করা হয়েছে।
প্রসেনজিৎ-দেবের অভিনয় নিয়ে সমালোচনা করে যা বললেন বিপ্লব চ্যাটার্জী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।