Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home কলকাতায় ভুয়া ‘ভ্যাকসিন শিবির’, টিকা নিয়েছেন সাংসদ মিমিও
Coronavirus (করোনাভাইরাস) আন্তর্জাতিক বিনোদন

কলকাতায় ভুয়া ‘ভ্যাকসিন শিবির’, টিকা নিয়েছেন সাংসদ মিমিও

জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2021Updated:June 25, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: খোদ কলকাতার বুকে রীতিমতো শিবির করে জাল টিকা দেয়া হলো। আর সেখানে অন্যদের সঙ্গে টিকা নিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীও। এই শিবিরের আয়োজক ছিলেন দেবাঞ্জন দেব। তার কাহিনিও চিত্তাকর্ষক। তিনি নিজেকে আইএএস এবং যুগ্মসচিব পর্যায়ের অফিসার বলে পরিচয় দিতেন। সেটাও জাল। আবার এই জাল আইএএসের সঙ্গে তৃণমূলের অনেক নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ও আছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পিটিআই ও আনন্দবাজার পত্রিকার।

কাহিনির এখানেই শেষ নয়। কলকাতার তালতলায় রবীন্দ্রনাথের মূর্তির ফলকে মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবাঞ্জন দেবের নামও আছে। তার পরিচয় দেয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব।

বিজেপি’র রাজ্য মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষি চৌধুরী ওই ফলকের ছবি দিয়েছেন নেটমাধ্যমে। তারপর ব্যাপক হইচই শুরু হয়েছে। তৃণমূল নেতাদের সঙ্গে এই জাল আইএএসের সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে।

দেবাঞ্জন দেবকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি কসবায় একটি ব্যাঙ্কের বাড়ির দোতলায় ভ্যাকসিন শিবির চালাচ্ছিলেন। তিনি নিজেকে আইএএস অফিসার ও কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার বলে পরিচয় দেন এবং দাবি করেন যে, পুরসভা ওই ভ্যাকসিন কেন্দ্র চালাচ্ছে। দশ দিন ধরে কেন্দ্র চলছিল। সাংসদ মিমি চক্রবর্তীও সেখানে টিকা নেন। তারপর সার্টিফিকেট চাইলে উদ্যোক্তারা বলেন, একটু পরে দিচ্ছি। পরে তার সহায়ককে সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়। কিন্তু তাকেও কোনো সার্টিফিকেট দেয়া হয়নি।

সাংসদের উদ্যোগেই জাল ভ্যাকসিন শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুরসভার ফরেনসিক বিশেষজ্ঞরা সাংসদকে জানিয়েছেন, কোভিশিল্ড বা কোভ্যাকসিন নয়, হাম বা বিসিজির টিকা বা পাউডার গোলা জল করোনার টিকা বলে দেয়া হয়েছিল। মিমি চক্রবর্তী আনন্দবাজারকে জানিয়েছেন, ফরেনসিক বিশেষজ্ঞদের কাছ থেকে এই খবরটা পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। চিকিৎসককে ফোন করেন। চিকিৎসকরা জানান, এক ধরনের অ্যান্টিবায়োটিক জলে গুলে দেয়া হয়েছে। পেট বা মূত্র সংক্রমণে ওই কড়া ওষুধ দেয়া হয়। তবে জলে গুলে দেয়ায় তা ক্ষতি করবে না। মিমি সুস্থ আছেন।

পরে পুলিশ তদন্তে নেমে দেখে আমহার্স্ট ট্রিটের একটি কলেজেও দেবাঞ্জন ভ্যাকসিন শিবিরের আয়োজন করেছিল। সেখানে অধ্যক্ষ সহ একশ জন টিকা নিয়েছেন। তাছাড়া আগে পুরসভায় চাকরি দেয়ার নাম করে প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছেন। তাদের ব্যাঙ্ক ডিটেলও নিয়েছেন।

কিন্তু বিজেপি দেবাঞ্জনের সঙ্গে তৃণমূল নেতাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। সপ্তর্ষি চৌধুরী বলেছেন, ”শাসক দলের সঙ্গে ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের কী সম্পর্ক আছে?” তৃণমূলের বিধায়ক এবং উপ মুখ্য সচেতক তাপস রায় জানিয়েছেন, তালতলার অনুষ্ঠানে তিনি ছিলেন না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
রমজান ও ঈদ কবে

রমজান ও ঈদ কবে হতে পারে জানাল সংযুক্ত আরব আমিরাত

December 17, 2025
রাকুল

কসমেটিক সার্জারি করানোর গুঞ্জনে মুখ খুললেন রাকুল

December 17, 2025
Baba Ma

পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেফতার

December 17, 2025
Latest News
রমজান ও ঈদ কবে

রমজান ও ঈদ কবে হতে পারে জানাল সংযুক্ত আরব আমিরাত

রাকুল

কসমেটিক সার্জারি করানোর গুঞ্জনে মুখ খুললেন রাকুল

Baba Ma

পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেফতার

নেহা কক্কর ক্যান্ডি শপ

নেহা কক্করের ‘ক্যান্ডি শপ’ নিয়ে তুমুল সমালোচনা

ট্রাম্প নেতানিয়াহু

নেতানিয়াহুর ওপর ফের ক্ষেপলেন ট্রাম্প, দিলেন ‘কড়া’ বার্তা!

ট্রাম্প

আরও ৭ দেশের নাগরিকের জন্য ট্রাম্পের বড় দুঃসংবাদ

সু চি

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

বিজয় দিবস উদযাপন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

বলিউডে আরিফিন শুভ

বলিউডের কেন্দ্রীয় চরিত্রে প্রথমবার আরিফিন শুভ, টিজারেই তুলকালাম!

ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.