আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা পুলিশের একাংশ অপরাধী, রাজনীতি দ্বারা প্রভাবিত ও দুর্নীতিগ্ৰস্ত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি, রাজ্য সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে বলেও দাবি করেছেন তিনি। রাজ্যপাল হিসেবে তৃতীয় বছর পার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার রাজভবনে বসে এমন মন্তব্য করেন তিনি।
কলকাতায় বিভিন্ন জায়গা থেকে একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। অভিযোগ উঠছে, রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতিরা এসে কলকাতায় আশ্রয় নিচ্ছে। মূলত এসব অভিযোগেই কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুললেন সিভি আনন্দ বোস।
রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে দায়িত্বপালনের তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। আমি ভারতের সংবিধান সমুন্নত রেখে, এখানকার মানুষের কল্যাণের জন্য চেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
এদিকে, রাজ্যপালের এই বক্তব্যের তিব্র বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। রাজ্যপালকে কটাক্ষ করে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে তো বলবেনই। কারণ উনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, আর তা তদন্ত করেছে পুলিশ। উনি সাংবিধানিক রক্ষাকবচ নিয়ে নিজেকে সেই তদন্তের বাইরে রেখেছেন। আর অন্যের সব রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। ফলে ব্যক্তিগত রাগ তিনি পুলিশের উপর মেটাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।