বিনোদন ডেস্ক : এবার কাঁচা বাদামের সুরে ‘দিদি দিদি খাবেন মুড়ি’ গান ভাইরাল। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গান নিয়ে এখন ভুবন মাতাচ্ছেন। এই গান এখন সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।
কাঁচা বাদাম এই গান ভাইরাল হওয়ার পরেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। এখন তার ডাক পড়ছে বিভিন্ন স্টুডিওতে, অনুষ্ঠানে এমন কি ভোটের প্রচারে গান গাওয়ার।
সম্প্রতি ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতাকে ভাজা বাদাম গান গাইতে লক্ষ্য করা গিয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আরও এক ব্যবসায়ীর ক্ষেত্রে। নতুন করে এক ব্যবসায়ী যিনি ঝালমুড়ি বিক্রি করে থাকেন, তিনি তার ব্যবসার সমৃদ্ধির জন্য নতুন একটি গান রচনা করেছেন।
ঝালমুড়ি বিক্রি করার সময় নতুন করে গান রচনা করা ওই ব্যবসায়ী হলেন বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলি এলাকার। ওই ব্যবসায়ীর নাম ভাগবত নন্দী। ২৪ বছর ধরে ওই ব্যবসায়ী সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করে থাকেন বলে জানা যাচ্ছে। তিনি যে গানটি রচনা করেছেন সেই গানটি হল ‘দিদি দিদি খাবেন মুড়ি’। ভাগবত নন্দী নামের এই ঝালমুড়ি বিক্রেতার এই গানও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর মোটর বাইকে করে গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এই কাঁচা বাদাম বিক্রি করার সময় ক্রেতাদের মন জয় করার জন্য তিনি তার ব্যবসার সঙ্গে সামঞ্জস্য রেখে কাঁচা বাদাম গানটি রচনা করেছিলেন। যেখানে গানই এখন সেনসেশন হয়ে উঠেছে নেট দুনিয়ায়।
কাঁচা বাদাম গানের 'দিদি দিদি খাবেন মুড়ি' গান বাঁধলেন ঝালমুড়ি বিক্রেতা#ViralVideo pic.twitter.com/UWML3fjRdU
— BanglaXp Official (@BanglaXpBengali) December 31, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।