কাঁচা বাদামের স্টাইলে ‘ডাইনিং কভার‌’ গান গেয়ে ভাইরাল যুবক (ভিডিও)

কাঁচা বাদামের স্টাইল

বিনোদন ডেস্ক :কাঁচা বাদামের স্টাইলে ‘ডাইনিং কভার‌’ গান গেয়ে ভাইরাল হলেন এক যুবক। কয়েকদিন আগেই ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হয়েছিল। ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করার সময় এই গানটি গেয়ে সকলের মন জয় করে নেয়।

কাঁচা বাদামের স্টাইল

তবে এবার আর বাদাম গান নয়। ফেসবুক এ ভাইরাল হলো ‘ডাইনিং টেবিল কভার’ গান। গানের নামটি শুনলেই অবাক লাগছে তাই তো? দেখুন তাহলে কি ছিল সেই ভাইরাল ভিডিওতে।

bKash এ পাচ্ছেন ১৫ টাকা রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক

ভিডিওতে দেখা যায়, একটি মাঠের মধ্যে মেলা চলছে। টেবিল কভার নিয়ে একটি ছেলে মাটিতে বসেছে। আর কভার বিক্রি করতে করতে সে গাইছে এই গানটি। তবে গানটির কথা তার হলেও সুর কিন্তু তার নয়। ভুবন বাবুর গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটির সুরেই সে নিজের কথা দিয়ে এই গানটি গেয়েছে। ‘আমার কাছে পাবেন শুধু ডাইনিং কভার…’ এমন কিছু গানের লাইন শোনা গেল ছেলেটির গানের মধ্যে দিয়ে।

গানটির জন্য ছেলেটি দারুন প্রশংসা কুড়াচ্ছে। সুরটি ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের হলেও নতুন কথার জন্য নেতিজেন্দের পছন্দ হয়েছে। যা নেটিজেনদের দারুন পছন্দ হয়েছে। হাজার হাজার ভিউয়ের সাথে, খুব সুন্দর কমেন্ট করছেন কিছু নেটিজেন।

তিন মাস পাগল আছিলাম ইন্টারের রেজাল্ট শোনার পর : চঞ্চল চৌধুরী

এক নেটিজেন যেমন লিখেছেন – ‘এই মেলায় নিশ্চয়ই সব ব্যবসা আপনিই করছেন’। তবে কিছু মানুষ বিতর্ক সৃষ্টি করতেও ছাড়েননি। যেমন একজন লিখেছেন – ‘কথা যে কেউ বানাতে পারে, আসল সুর অন্য কারোর হলে সেই গানের কোনো অর্থ নেই’।

তবে এই গান আসল যার সেই ভুবন বাদ্যকর কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করেননি। Fans of Dhubri নামের ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি।