বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম গানে ঠাকুমার ড্যান্স তুমুল ভাইরাল। সাদা শাড়ি, মাথার চুল সব সাদা। বয়স নয় নয় করে ৭০ পেরিয়েছে নির্ঘাত। তবে বয়সটা যে নেহাত একটা সংখ্যা মাত্র! তাই নাতির সঙ্গে ঠাকুমার নাচ দেখে মজেছে নেটপাড়া। তাও আবার যেমন তেমন গানে নাচ নয়! ইদানিং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম’ গানেই নাতির সঙ্গে তাল মিলিয়ে জমিয়ে নাচলেন বৃদ্ধা। এমন ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।
বীরভূমের এক ফেরিওয়ালার নিজের বাঁধা গান ‘কাঁচা বাদাম’ জ্বরে এখনও কাঁপছে নেটপাড়া। ঘরে-বাইরে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এমনকি রিলসেও শুধু কাঁচা বাদামের জয়জয়কার। রাতারাতি যেন লাইমলাইট পেয়ে গিয়েছে ‘কাচা বাদাম’! ইউটিউবের বহু কনটেন্ট ক্রিয়েটর ইতিমধ্যেই ‘কাঁচা বাদাম’ নিয়ে নিজস্ব ভিডিও বানিয়ে ফেলেছে। তবে সম্প্রতি এক ইউটিউব ব্লগার একটু অন্যরকমভাবে তার ভিডিও উপস্থাপন করলেন। ‘কাঁচা বাদাম’ গানে Bong Media এর সঙ্গে জমিয়ে নাচলেন এক বৃদ্ধা।
‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরের অতি সাধারণ ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম..আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ই আজ সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে দাঁড়িয়েছে। আবাল-বৃদ্ধ-বনিতার কাছেও যে এই গানটি দারুণভাবে জনপ্রিয় তা বেশ স্পষ্ট হয়ে যায় এই নতুন ভিডিও থেকে। শিশু থেকে তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধারা বেশ মজা করেই কোমর দোলাচ্ছেন এই গানে। সম্প্রতি এই ঠাকুমার নাচ ও ঠুমকাও ভাইরাল হলো ইউটিউব প্ল্যাটফর্ম মারফত।
সাদা শাড়ি পরে বৃদ্ধা নাতির সঙ্গে জমিয়ে নাচলেন ‘কাঁচা বাদাম’ গানে। নাতি-ঠাকুমার যুগলবন্দি দেখে নেটিজেনরা দারুণ প্রশংসা করলেন। আবার এই বয়সেও ঠাকুমার ঠুমকা দেখে অবাক হলেন নেটিজেনরা। নাতির সঙ্গে বাইক থেকে ‘সোয়্যাগ’ নিয়ে নামলেন বৃদ্ধা। তারপর সেই ‘সোয়্যাগ’ এ ভর করেই জমিয়ে নাচলেন ‘কাঁচা বাদাম’ গানে। এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে ইউটিউবে।
গানের রচয়িতা ভুবন বাদ্যকর রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন। তার এই গান ব্যবহার করে রাতারাতিই লক্ষ লক্ষ ভিউ এবং অর্থ উপার্জন করে ফেলেছেন কনটেন্ট ক্রিয়েটররা। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভুবন বাদ্যকর। তার অভিযোগ ছিল তার ‘গান চুরি’ করে সকলে অর্থ উপার্জন করছে অথচ তিনি তার প্রাপ্যটুকু পাচ্ছেন না। বাংলা সকল ইউটিউবারদের পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাও ভুবন বাদ্যকরকে নিয়ে ভিডিও বানান। ভুবনের সঙ্গে নেচে-গেয়ে নেটিজেনদের কাছে তিনি তাকে সাহায্য করার বার্তা রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।