বিনোদন ডেস্ক : শ্যুটিংয়ের ব্যস্ততা সামলেই সাত পাক ঘুরেছিলেন, দেখতে দেখতে একসঙ্গে পথচলার এক বছর পার করে ফেললেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব অফস্ক্রিন জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
গত বছর ৪ঠা ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন দুজনে। শুক্রবার তৃনীল জুটি সেলিব্রেট করলেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। ব্যস্ত শেডিউল থেকে সময়বার করে একটু নিরিবিলিতে সময় কাটালেন তাঁরা, সঙ্গে থাকল তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা।
https://www.instagram.com/p/CZl2laTh3Wt/
কলকাতার অদূরেই এক রিসর্টে বন্ধুদের সঙ্গে বিবাহবার্ষিকীর উদযাপন সারলেন তারকা দম্পতি। শুক্রবার রাতে হাওড়ার অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে বসেছিল দুজনের জমজমাট বিবাহবার্ষিকীর পার্টি। এদিন কালো রঙের সিফন-নেট শাড়িতে সাজলেন তৃণা, শাড়ির পাড়ে সাদা পোলকা ডট, এবং পাড়ের সঙ্গে সাযুজ্য রেখেই পিঠখোলা ব্লাউজ পড়লেন তৃণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।