বিনোদন ডেস্ক : ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম সকলের মন জয় করেছে। বাংলার গণ্ডি পেরিয়ে এবার সুদূর দক্ষিণ আফ্রিকাতেও পৌঁছে গেল এই বাদাম বিক্রেতার গান। এবার কাঁচা বাদানের রিমিক্স পোস্ট করলেন ডেরেক ও ব্রায়েন।
বাংলা জুড়ে সাড়া ফেলে দিয়েছে ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’গানটি। লোকের মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠা এই গান বাংলার গণ্ডি টপকে পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারেও। বিখ্যাত দক্ষিণ আফ্রিকান সঙ্গীতশিল্পী দ্য কিফনেস ওরফে ডেভিড স্কট বানিয়ে ফেলেছেন কাঁচা বাদামের Remix Version। যা এখন ইউটিউবে ট্রেন্ডিং। কাঁচা বাদামের সেই Remix Version-এ এবার মজলেন ডেকের ও ব্রায়েন (Derek O’Brien)। দ্য কিফনেসের সেই গান ফেসবুকে পোস্ট করে সকলকে শোনার অনুরোধ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। উইকএন্ডে তিনি সকলকে এই গান শুনে ‘Chill’ করতে বলছেন।
শনিবার নিজের ফেসবুক পোস্ট থেকে কাঁচা বদামের The Kiffness x Bhuban Badyakar (Drum & Bass REMIX) ইউটিউব লিংকটি পোস্ট করেন ডেরেক ও ব্রায়েন। সঙ্গে লেখেন, ‘কাঁচা বাদাম। র নাটস। শুনুন। এনজয় করুন আর চিল করুন।’ তাঁর ফেসবুক পোস্টে ইতিমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কিউ লিখছে, ‘আপনিও’। দেদার শেয়ারও হয়েছে তাঁর পোস্টটি। উইকএন্ডে রাজনৈতিক বক্তব্য ছেড়ে সাংসদকে একেবারে ভিন্ন মুডে পেয়ে খুশি অনুগামীরাও।
উল্লেখ্য, আপন খেয়ালে কাঁচা বাদাম নিয়ে গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। কেবলমাত্র এপার বাংলাই নয়, ওপার বাংলা থেকেও বহু ইউটিউবার আর ব্লগাররা বাদাম বিক্রেতার এই গানের নান ভার্শন তৈরি করে ফেলেছেন। এবার সেই গান পৌঁছে গেল বিদেশেও।
আফ্রিকান সঙ্গীতশিল্পী দ্য কিফনেসের কাঁচা বাদামের রিমিক্স ভার্শন এখন সোশ্যাল মিডিয়ায় হিট। গানটি পোস্ট করে সঙ্গীত পরিচালক নিজের ইনস্টাতে লিখেছেন, তাঁর অত্যন্ত পছন্দের একটি গান এই ‘কাঁচা বাদাম’।
সেইসঙ্গে তিনি গানটি নিয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। একজন সাধারণ বাদাম বিক্রেতা ভুবনের প্রতিভাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান দ্য কিফনেস। সেইসঙ্গে তাঁর তৈরি করা রিমিক্সটি থেকে প্রাপ্ত অর্থের ভাগ গানের আসল স্রষ্টা ভুবনকে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। যদিও এই সুখবর এখনও ভুবন বাদ্যকরের কাছে পৌঁছেছে কিনা জানা যায়নি।
ভাইরাল বড় ছোঁয়াচে শব্দ। হিসেব বলছে, সারা বিশ্বের কয়েক কোটি মানুষ দেখে ফেলেছেন বাদামকাকুর গানের ভিডিয়োটি। ফেসবুক, ইউটিউব খুললেই বেজে উঠছে এই বাদামের গান।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর খালি পায়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন, তা দিয়েই চলে সংসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।